করনায় আক্রান্তের সংখায় আজকে দেশের সব রেকড ভাংলো
 
করনায় আক্রান্তের সংখায় আজকে দেশের সব রেকড ভাংলো

আইডিসিআর লাইভ



ত ২৪ ঘন্টায় আরও ২ হাজার ২৯ জনের দেহে করনার উপস্থিতি পাওয়া গেছে। এই সময়ের মধ্যে মারা গেছেন ১৫ জন। করোনাভাইরাস এর তথ্য নিয়ে আইডিসিআর সরাসরি ব্রিফ চলছে।  (২৮ মে) বৃহস্পতিবার।



আইডিসিআর এর ভারপ্রাপ্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানিয়েছেন, বাংলাদেশ আরে নতুন দুইটি ল্যাবসহ মোট ৪৯টি ল্যাবে মোট ৯ হাজার ২৬৭টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে আগের দিনের আরো কিছু নমুনাসহ মোট পরীক্ষা করা হয়েছে ৯ হাজার ৩১০টি



তিনি বলেছেন, পরীক্ষাকৃত সব নমুনায় করানা শনাক্ত হয়েছে ২ হাজার ২৯ জনের দেহে। তাছাড়া একই দিনে মারা গেছেন আরো ১৫ জন। এই নিয়ে মোট শনাক্তের সংখ্যা ৪০ হাজার ছাড়ালো এবং মারা গেছেন মোট ৫৫৯ জন। আমার সবাই তাদের রুহের মাগফেরাত কামনা করি।










Post a Comment